সন্দ্বীপে গুপ্তছড়া সড়কে উচ্ছেদ অভিযানের পর নতুন সংকট: ২/৩ ফুট জায়গায় দেয়াল তুলছে মালিকপক্ষ, সংঘাতের আশঙ্কা।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার গুপ্তছড়া সড়কে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ অভিযানের মুখে পড়ে এখন এক নতুন সংকটে। ফেরিঘাট চালু হওয়ায় সড়কটির গুরুত্ব বাড়ায়, সড়ক ও জনপদ বিভাগ (সওজ) রাস্তাটি প্রশস্ত করার উদ্যোগ নেয়। এজন্য একাধিকবার সংশ্লিষ্ট দোকান মালিক ও জমির মালিকদের নোটিশ দেওয়া হলেও অনেকেই তা উপেক্ষা করেন। ফলে প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়।
এই অভিযানে অনেক দোকানের সামনের জায়গা মাত্র ২ /৩ ফুট পরিমাণে অবশিষ্ট থাকে, যা দিয়ে কার্যকরভাবে ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। অন্যদিকে প্রকৃত জমির মালিকরাও এত অল্প জায়গায় নতুন করে স্থাপনা গড়তে পারছেন না, ফলে জায়গাগুলো অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে।
এরই মধ্যে অভিযোগ উঠেছে, কিছু জায়গার মালিক ওই ২ ফুট জায়গায় দেয়াল নির্মাণ শুরু করেছেন। এতে পেছনের জমির মালিকদের সঙ্গে দ্বন্দ্ব ও সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও জমির মালিকরা জানান, স্বাধীনতার পর থেকেই এই এলাকায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। কেউ কেউ জমি ভাড়া নিয়ে, আবার কেউ নিজস্ব মালিকানায় দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। কিন্তু হঠাৎ উচ্ছেদ অভিযানে বাজার কার্যত ধ্বংসের মুখে পড়েছে। শত শত পরিবার আয়-রোজগার হারিয়ে সংকটে পড়েছে এবং সাধারণ ক্রেতারাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকেই বিকল্প বাজারে যেতে বাধ্য হচ্ছেন, যার নেতিবাচক প্রভাব পড়ছে স্থানীয় অর্থনীতিতে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ব্যবসায়ী ও স্থানীয়দের দাবি— দ্রুত এই সমস্যার সমাধান করে এলাকায় স্বাভাবিক বাণিজ্যিক পরিবেশ ফিরিয়ে আনা হোক।