সন্দ্বীপে নারী ও শিশু উন্নয়নে সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত

নারী ও শিশু উন্নয়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে সন্দ্বীপে অনুষ্ঠিত হয়েছে এক সচেতনতামূলক কমিউনিটি সভা। জেলা তথ্য অফিসের আয়োজনে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জিওবি (GoB) খাতভুক্ত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থ বছরের ৪র্থ প্রান্তিকে (এপ্রিল-জুন ২০২৫) এই সভা আয়োজন করা হয়।
সোমবার, ১৯ মে বেলা ১২টায় সন্দ্বীপ উপজেলার এনাম নাহার মোড় এলাকায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা তথ্য অফিসার আয়েশা সিদ্দিকী।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা যুব উন্নয়ন অফিসার আনোয়ার হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার সামছুল আলম, বাংলাদেশ নারী প্রগতি সংঘ সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন, সাংবাদিক নওশাদ আকরাম ও ফয়সাল আসীরসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
বক্তারা তাদের বক্তব্যে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, শিশুর মানসিক স্বাস্থ্য ও সুষ্ঠু বিকাশ, নিরাপদ মাতৃত্ব, বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবেশগত সচেতনতা, তাপপ্রবাহ মোকাবিলা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আয়োজকপক্ষ জানায়, এই ধরনের কমিউনিটি সভা নারীর ক্ষমতায়ন ও শিশু অধিকার সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও সমাজ গঠনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মত দেন।