সন্দ্বীপে পৃথক ঘটনায় শিশু ও যুবকের মৃত্যু।

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দক্ষিণ সন্দ্বীপ মাইটভাঙ্গা ইউনিয়নে একদিনে পৃথক দুটি ঘটনায় এক শিশু ও এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (২৫ মে) সকাল ১০টার দিকে ৯ নম্বর ওয়ার্ডের কালী কুমার বাড়ির স্বচ্ছ বণিক (৬) নামের এক শিশু পুকুরে ডুবে মারা যায়। জানা গেছে, খেলতে খেলতে পুকুরে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। সে শিবের হাটের ব্যবসায়ী সুমন বণিকের ছেলে।
একইদিন শিবের হাটের পূর্ব গলির একটি ভাড়া বাসা থেকে আরজু (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে দ্বীপ কম্পিউটারে কর্মরত ছিলেন এবং ঐ বাসায় ৩-৪ বছর ধরে ভাড়া থাকতেন।
সন্দ্বীপ থানার ওসি এম কে এম সফিকুল আলম চৌধুরী জানান, “ধারণা করা হচ্ছে, আরজু স্ট্রোক করে মারা গেছেন। মরদেহের অবস্থায় মনে হচ্ছে ২-৩ দিন আগেই তার মৃত্যু হয়েছে। তিনি যে কক্ষে ছিলেন তা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সম্মতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
দুটি ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।