সন্দ্বীপে সেচ্ছাসেবী সংগঠন সম্মাননা প্রদান

সন্দ্বীপে লন্ডন ভিত্তিক সংগঠন দি হেভেন ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলার সামাজিক মানবিক ক্রিড়া ও সাংস্কৃতিক সহ মোট ২৫ টি সংগঠন কে সম্মাননা প্রদান করা হয়েছে। ২৩ এপ্রিল বিকেল ৪ টায় সন্দ্বীপ উপজেলা পরিষদের হল রুমে এ সমমনা প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দ্বীপ দি হেভেন ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মনির মাহমুদ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। দি হেভেন ফাউন্ডেশনের কো- অডির্নেটর অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মাস্টার আবুল কাশেম শিল্পী, মাস্টার আব্দুর রহমান ভূইয়া রিপন, ইলিয়াস কামাল বাবু, কাজী দেলোয়ার হোসেন, হাসানুজ্জামান সন্দ্বীপি, শাহেদ খান, ইলিয়াছ সুমন, মোবারক হোসেন, মহিউদ্দিন, আকবর হোসেন, হাসানুল করিম, বাদল রায় স্বাধীন, নজরুল নাইম, সাইফুল ইসলাম ইনসাফ, মাওলানা সানাউল্লাহ, হাসান পাঠওয়ারী, জাহিদুর রহমান জিহাদ, ফাহাদ চৌধুরী, প্রমুখ।
সম্মাননা প্রাপ্ত সংগঠন গুলো হলো, মাস্টার ছায়েদুল হক ফাউন্ডেশন, মাস্টার কামাল উদ্দিন স্মৃতি সংসদ, সন্দ্বীপ ওয়েলফেয়ার ডেভেলপমেন্ট সোসাইটি ইউএসএ, নিউ ফেনর্স ইউনিটি, আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন, পিপল ফর পিপল ফাউন্ডেশন, শারদাঞ্জলি ফোরাম সন্দ্বীপ, শিশির হাসি সামাজিক সংঘ, মনিরুজ্জামান চৌধুরী শিমুল টাস্ট, আদর্শ সমাজ তরুণ সংঘ, সন্দ্বীপ অধিকার আন্দোলন, মুছাপুর ৭ নং ওয়ার্ড প্রবাসী ঐক্য ফাউন্ডেশন, সন্দ্বীপ ক্রিকেট একাডেমি, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা, সন্দ্বীপ গন উন্নয়ন পরিষদ ইউএসএ, এম হোসাইন শিশু মেধাবৃত্তি, সাউথ সন্দ্বীপ রিয়াল স্টার ক্লাব, ইরামন ফাউন্ডেশন, সন্দ্বীপ প্রবাসী ঐক্য পরিষদ, প্রাণের সন্দ্বীপ মানব দরদী সংগঠন, উড়িরচর সামাজিক উড়িরচর সমাজকল্যাণ ছাত্র ইউনিটি, হারামিয়া ইউনিক সোসাইটি, ফ্রিডম বাডর্স অফ সন্দ্বীপ, বইচিন্তা।