সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ক্লাব কর্তৃক অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজিত।

ঢাকা, ১৩ মে:
সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ক্লাবের উদ্যোগে আয়োজিত অন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আজ মঙ্গলবার, ১৩ই মে, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজের মাননীয় উপাধ্যক্ষ প্রফেসর মিটুল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাহবুবা ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ, যাদের মধ্যে ছিলেন অধ্যাপক ফেরদৌসী বেগম, অধ্যাপক মো: আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাসুদ খাঁন, সহযোগী অধ্যাপক শিউলি ভদ্র, সহকারী অধ্যাপক কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক হাছিনা খান, সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান এবং প্রভাষক মোছা: শাহনাজ পারভিন।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি বাঙলা কলেজ ছাত্র দলের নেতৃবৃন্দ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকলে মিলে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয় ক্রিকেটের এই মিলনমেলায়।
ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় দুটি দল — অদম্য-২৪ এবং দূরন্ত-২৭। চূড়ান্ত খেলায় দুর্দান্ত পারফর্ম করে অদম্য-২৪, যারা এবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়। রানার্সআপ হয় দূরন্ত-২৭।
ব্যক্তিগত অর্জনের দিক থেকে, সর্বোচ্চ রান সংগ্রহ করেন সাগর (দূরন্ত-২৭), এবং সর্বোচ্চ উইকেট ও ‘প্লেয়ার অব দ্য ফাইনাল’ এর স্বীকৃতি লাভ করেন শাহেদ (অদম্য-২৪)।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। শিক্ষার্থীরা জানান, এই আয়োজন শুধু খেলাধুলার নয়, বরং সৌহার্দ্য, সমন্বয় ও নেতৃত্বগুণ বিকাশের একটি মঞ্চ। তারা আশাবাদ ব্যক্ত করেন যে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজন অব্যাহত থাকবে।