সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটারঅভিযোগে একজনকে সাজা
শিরোনাম
সরাইলে কৃষি জমি থেকে মাটি কাটারঅভিযোগে একজনকে সাজা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মো. এরশাদ (৪৫) নামে এক ব্যক্তিকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসেনের ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেন।
ইউএনও জানান, উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী বিল এলাকায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাকে করে নিয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অভিযান চালালে জড়িতরা পালিয়ে যান ও একজনকে আটক করা সম্ভব হয়। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার শঙ্করপুর গ্রামের রহম আলীর ছেলে এরশাদকে এ সময় ১০ দিনের সাজা দেওয়া হয়। অভিযানের সময় মাটিভর্তি একটি ট্রাকও জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের জন্য থানার অফিসার ইনচার্জকে (ওসি) নির্দেশ দেওয়া হয় বলে ওই কর্মকর্তা জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর