সরিষাবাড়ীর পাঁচ তারা সহ বিভিন্ন স্থানে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব, ঝুঁকিতে বসতভিটা ও স্থাপনা

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পাঁচ তারা জেটিঘাট এলাকা সহ বিভিন্ন স্থানে চলছে বালু উত্তোলনের মহোৎসব। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে। এতে বিপন্ন হয়ে পড়েছে এলাকার পরিবেশ ও জনজীবন।
স্থানীয় সূত্রে জানা যায়, নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে দিনরাত বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর পাড় ভাঙনসহ হুমকির মুখে পড়েছে আশপাশের বহু বসতভিটা, গ্রামীণ সড়ক। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই অবৈধ কর্মকাণ্ডে গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।
স্থানীয় এক বাসিন্দা জানান, “প্রতিদিন রাতের আঁধারে শুরু হয় ড্রেজিং মেশিনের শব্দ। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু এখনো কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।”
বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে এলাকাবাসী বলেন, এই সিন্ডিকেটের কারণে শুধু পরিবেশ নয়, তাদের জীবিকা ও নিরাপত্তাও হুমকির মুখে পড়েছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিষয়টি তাদের নজরে আছে এবং খুব শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।