সলঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলন,৩ জনকে ভ্রাম্যমান আদালতে সাজা

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু পরিবহণ কাজে নিয়োজিত ৩ জনকে ১৫ দিনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নলকা ব্রিজের দক্ষিণ পাশে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন,রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট তানজিল পারভেজ। তিনি জানান, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল।
বুধবার অভিযান চালিয়ে নগর কান্দা গ্রামের মৃত শাহাদাৎ কাজীর ছেলে মাহমুদ কাজী, মুন্সিগঞ্জ কাজারিয়া থানার মলিকের চড় গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মফিজ আলী,বরিশাল বাগেরহাট থানার বামনিকাঠি গ্রামের মানিক হালদারের ছেলে উজ্জল হালদারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের সাজা দেয়া হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।