শিরোনাম
সলঙ্গায় ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান,শ্রী শ্রী জগদিশ্বরী মাতা মন্দিরে হাজারো ভক্তের ঢল

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা সলঙ্গার চৈত্রহাটি শ্রী শ্রী জগদিশ্বরী মাতা মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান ও হাজারো পূণ্যার্থীর ঢল নেমেছে। বুধবার মন্দিরের সামনে পুকুরে ঐতিহ্যবাহী অষ্টমীর স্নান করে ভক্তরা। সকাল থেকে দেখা যায় জেলা ও জেলার বাইরে থেকে আসা আগত ভক্তদের। জানা গেছে, প্রায় ২’শ বছর ধরে চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে এ পূণ্যস্নান সম্পন্ন করেন হিন্দু ধর্মাবলম্বীরা।
হিন্দু ধর্ম মতে, এটি একটি পূণ্য কর্ম এবং এই স্নানের মাধ্যমে তাদের পাপ মোচন ঘটে। এই পাপ মোচনের অভিপ্রায়ে প্রতিবছর হাজারো পূণ্যার্থী সমবেত হন শ্রী শ্রী জগদিশ্বরী মাতা মন্দিরে। অষ্টমীর স্নান উপলক্ষে উল্লাপাড়া উপজেলার চৈত্রহাটি হিন্দুদের ঘরে ঘরে চলে উৎসবের আমেজ। দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজনরা আসেন। অষ্টমীর স্নানসহ মন্দির এলাকায় দিনব্যাপী মেলার আয়োজন বসানো হয়।
স্নান উৎসবে আসা পুণ্যার্থীরা জানান, অষ্টমী স্নানের আনন্দটা অনেক বেশি। তাই অনেক কষ্ট করে স্নান করতে এসেছি, পরিবেশ ভাল থাকায় স্নান করে তৃপ্তিও পেয়েছি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর