সলঙ্গায় গাড়ির চাপায় প্রাণ গেল সার্ভেয়ারের
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির চাপায় মের্সাস তুর্না এন্টারপ্রাইজের (প্রাইভেট) সার্ভেয়ার খোকন (৩০) নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মে) রাত সোয়া ৯টার দিকে হাটিকমুরুল- বনপাড়া মহাসড়কের থানার হাটিকুমরুল মাছ আড়ৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির সড়ক দূর্ঘনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
খোকনের বাড়ি শাহজাদপুরে।
তুর্ণা এন্টার প্রাইজের বালুর ট্রাকচালক আব্দুল্লাহ্ বলেন, হাটিকুমরুল ইন্টারচেন্সই’র মাছ আড়ত এলাকায় মহাসড়কের পাশেই মাটি ভরার্টের কাজ চলছিল। খোকন এখানে সার্ভেয়ারের দ্বায়িত্ব পালন করছিলেন। আমাদের কম্পানির ২০ নম্বর ট্রাক এসে দেখে তার মরদেহ মহাসড়কে পড়ে আছে।
ওসি বদরুল কবির বলেন, হাটিকুমরুল ইন্টারচেন্সই’র মাছ আরৎ এলাকায় মহাসড়কের পাশেই মাটি ভরাটের কাজ চলছিল। খোকন সে স্থানে সার্ভেয়ারের দ্বায়িত্ব পালন করছিলেন। মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত কোনো একটি যানবাহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই খোকন মারা যায়। তার মরদেহ থানা হেফাজতে রয়েছে। কোম্পানির লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।