শনিবার, ২৪ মে ২০২৫, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, মরদেহেও হামলা: নারীসহ আহত – ৯ মোটেরপাড় ব্রিজের অবস্থা সংকটজনক পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত ৯৬ লিটার বাংলা মদসহ ৭জন গ্রেফতার মুরাদনগরে খোলা সয়াবিন তেল বোতলজাত করে বিক্রি: এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা মৃত প্রবাসী কর্মীর পরিবারকে আর্থিক অনুদান সন্দ্বীপে গুপ্তছড়া সড়কে উচ্ছেদ অভিযানের পর নতুন সংকট: ২/৩ ফুট জায়গায় দেয়াল তুলছে মালিকপক্ষ, সংঘাতের আশঙ্কা। গাইবান্ধায় মাজারে মাদকসেবীদের আখড়া বন্ধের দাবীতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে জমে উঠেছে পশুর হাট, ছোট গরুর চাহিদা বেশি এনআইডি সংশোধনের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ ইসির 

সলঙ্গায় ডিলারের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগে মামলা!

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জের সলঙ্গায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা মূল্যের ৪৯৬ কার্ডধারীর চাল আত্মসাতের অভিযোগ উঠেছে ধুবিল ইউনিয়নের ডিলার আবু হাসেম ও তার সহকারী আব্দুল আলীমের বিরুদ্ধে। সোমবার (২৮আগস্ট) চাল আত্মসাতের ঘটনায় রায়গঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী ও ট্যাগ অফিসার সঞ্জিত কুমার বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন।

জানাগেছে, রবিবার দুপুরে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ধুবিল তালতলা এলাকার চালের ডিলার আবুল হাসেমের চালের পয়েন্টে চাল নিতে আসে কার্ডধারীরা। কিন্তু কোনও চাল দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেয় ডিলারের সহকারি আব্দুল আলীম। তখন কার্ডধারীরা ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে চেয়ারম্যান রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানায়। পরে ডিলারকে উপজেলা নির্বাহী কর্মকর্তার চাপ প্রয়োগ করলে কয়েক জন র্কাডধারীকে চালের পরিবর্তে ৫০০ টাকা করে হাতে ধরিয়ে দেয়। অনেকেই চাল ও টাকা না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যায়।

ভুক্তভোগি চান বিবি,রমজান আলীসহ প্রায় অর্ধশতাধিক কার্ডধারীরা জানান, আমাদের দুই মাসের চাল দেওয়ার কথা ছিলো। গত সপ্তাহে ১ মাসের চাল দেওয়া হয়েছে। আরোও এক মাসের চাল দেওয়ার কথা কিন্তু আমরা জানতে পারি ডিলার মাস্টার রোলে আগামী দুই মাসের ভুয়া স্বাক্ষর নিয়েছে।

কিন্তু এক মাসের ৪৯৬ কার্ডধারীর চাল দিয়েছে এবং এক মাসের আত্মসাৎ করেছে ডিলার আবুল হাসেম,সহকারী ,চান্দাইকোন ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল আলীম ও ফিরোজ খান। চাল না পেয়ে নিরুপয় হয়ে চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে চালের পরিবর্তে ৫০০ করে টাকা দিয়েছে। র্কাডধারীরা আরো জানান, ডিলার আবুল হাসেম চাল না দিয়ে এলাকা থেকে পালিয়ে রয়েছে।

কিন্তু তার সহকারী আব্দুল আলীম ক্ষমতাসীন দলের ভয় দেখিয়ে আমাদের হুমকি দিয়ে মাত্র কয়েক জন কার্ডধারীকে টাকা দেয়। আর অন্যদের মামলার ভয় দেখিয়ে পয়েন্ট থেকে তাড়িয়ে দেয়। প্রশাসনের কাছে ডিলার আবু হাসেম, ডিলারের সহকারি আব্দুল আলিম ও ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে তদন্ত পূর্বক উপযুক্ত শাস্তি দাবি করেছে ভুৃক্তোভুগি র্কাডধারীরা।

ধুবিল ইউনিয়নের ডিলার আবু হাসেমের সাথে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।

ডিলারের সহকারী আব্দুল আলীম জানান, চাল বিতরণ কার্ডের তারিখ ভুল হওয়ায় র্কাডধারী ও ডিলারের লোকজনের সাথে ভুল বোঝাবুঝির কারনে এমন হয়েছিল। তবে কিছু মানুষকে চালের পরির্বতে টাকা দেওয়া হয়েছে।

ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল তালুকদার বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা মূল্যের চাল আত্মসাতের বিষয়টি নিয়ে কার্ডধারীরা আমাকে জানালে আমি উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডল স্যারকে জানিয়েছি।

রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নিয়ামুল হক জানান, চাল আত্মসাতের ঘটনায় সলঙ্গা থানায় ডিলার আবুল হাসেমের নামে মামলা দায়ের করা হয়েছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, চাল আত্মসাতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডল বলেন,কার্ডধারীরা চাল না পাওয়ার অভিযোগে তদন্ত চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর