শিরোনাম
সলঙ্গায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে চাল বিতরণ
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ২ হাজার ২৭০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০জুন)সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এসব চাল বিতরণ করেন,রামকৃষ্ণপপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সলঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিরো।
এসময় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো
দুস্থ ও অসহায় পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বুঝে নেওয়ার আহ্বান জানান ।
তিনি বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা ও ঈদের আনন্দকে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন উদ্যোগ নিয়েছেন।
এসময় চেয়ারম্যান হিরো উপস্থিত সকলের নিকট প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া কামনা করেন ।
চাল বিতরণ অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ সরকার,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মন্ডল,ট্যাগ অফিসার আরিফুল ইসলাম, অত্র পরিষদের সচিব ফরিদুল হক মিলন,পরিষদের সকল সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর