সলঙ্গায় মহিলা আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সিরাজগঞ্জের সলঙ্গায় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ ফেব্রæয়ারী) সকাল ১১টায় এ উপলক্ষে সলঙ্গা থানা মহিলা আওয়ামীলীগের আয়োজনে থানা আওয়ামীলীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সলঙ্গা থানা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিউলি মালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিক আছমা পারভীনের পরিচালনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ভোলা,দপ্তর সম্পাদক জাহিদ হাসান রতন,সহ দপÍর সম্পাদক সরোয়ার হোসেন,সলঙ্গা থানা যুব মহিলা লীগের সভাপতি সুলতানা পারভীন রিক্তা প্রমুখ।
এসময় সলঙ্গা থানা ও থানার ৬টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদকসহ বিভিন্ন নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনাসহ প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কেক কাটা হয়।