সলঙ্গায় সুবিধাভোগীদের নিয়ে মতবিনিময় করলেন এমপি আজিজ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন ভাতা ও সুবিধাভোগীদের নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এ মতবিনিময় সভা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ।
এসময় এমপি আজিজ বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা সরকার বয়স্ক ভাতা,প্রতিবন্ধি ভাতা,বিধবা ভাতা, গর্ভবতী ভাতা, তৃতীয় লিঙ্গ ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ফেয়ার প্রাইজ, টিসিবি, ভিজিডি,ভিজিএফ এর মাধ্যমে কোটি কোটি টাকা জনগনকে সহযোগিতা করছে। তিনি ভাতা ভোগীদের আগামীতে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে পূনরায় প্রধানমন্ত্রী করার আহবান জানান।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,সলঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর, সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু,সহ সভাপতি ফনি ভূষন পোদ্দার,রায়গঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ,রায়গঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাছরিন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদুদ্দৌলা,
যুগ্ম সাধারণ সম্পাদক কাঞ্চন কুমার,সদস্য কেএম আহসান হাবিব আসলাম,ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম,নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সলঙ্গা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম সেলিম,তাওহীদুর রহমান বাচ্চু,সাধারণ সম্পাদক রিপন আহমেদ,ঘুড়কা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আকতার হোসেন,জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাসিম,সলঙ্গা থানা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন,ইউনিয়ন যুবলীগ নেতা আলমগীর হোসেন।