শিরোনাম
সলঙ্গায় কর্মসূচির শ্রমিক দিয়ে ধান কাটাচ্ছে মেম্বর

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল রানা হতদরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্পের শ্রমিক দিয়ে নিজ জমির ধান কাটিয়েছেন।
বাসিদেবকোল মৌজায় বুধবার ভোর থেকে প্রায় দুপুর পর্যন্ত ২৭ জন শ্রমিকে নিজ মালিকানা জমির ধান কাটতে বাধ্য করেন তিনি। বেলা ১১ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়,১২ জন নারী ও ১৫ জন পুরুষ জুয়েল মেম্বরের জমিতে ধান কাটছে।
খবর নিয়ে জানা যায় তারা হতদরিদ্রের জন্য কর্মসৃজন প্রকল্পের শ্রমিক।শ্রমিকেরা বলেন- গতকাল কাজ শেষে মেম্বর হুকুম করেছে আজ যেন আমরা কাচি(কাস্তে) নিয়ে আসি।সকালে আসার পর আমাগারে এই জমির ধান কাটতে দিছে।মেম্বর কইছে ধান না কাটলে নাম কাটা পইরবো।তাই কাটছি।
ইউপি সদস্য জুয়েল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন- প্রকল্পের কাজের স্থানে প্যাক(কাদা) থাকায় কাজ করা যায়নি।তাই ধান কাটাচ্ছি।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে এবিষয়ে কথা হলে তিনি বলেন সামান্য বিষয় নিয়ে ঝামেলা করে কি লাভ। মেম্বর আপনাদের সাথে দেখা করবেনি।
এব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৃপ্তি কণা মন্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর