সলঙ্গায় কোরআন তেলাওয়াত ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিশু-কিশোরদের ইসলামী সংস্কৃতি উদ্বুদ্ধ করার লক্ষে সলঙ্গা সিরাত ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন তেলোয়াত, হাম-নাত ও ইসলামী কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সিরাত ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে আজ শনিবার সকালে সলঙ্গা মৌলভী আব্দুল ওয়াহেদ মিলনায়তনে কে.এম. আমিনুল ইসলাম হেলালের সঞ্চালনায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ভাসানী কলেজের সহকারী অধ্যাপক জনাব ড.মোঃ আব্দুর রাজ্জাক।আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জনাব আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন, জিআর কলেজের সহকারী অধ্যাপক জনাব মোঃ আব্দুল মান্নান, জনাব মাওলানা মোঃ আব্দুল গফুর,জনাব এস.এম. ফারুক হায়দার, জনাব মাওলানা নাজমুন নূর,জনাব মোঃ শাহ আলম সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সলঙ্গা থানার বিভিন্ন স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী দের হাতে পুরস্কার তুলে দেন।