সলঙ্গায় নতুন আঙ্গিকে সিপিএইচডি হেলথ কেয়ার হাসপাতালের যাত্রা শুরু

নতুন আঙ্গিকে আধুনিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সিরাজগঞ্জের সলঙ্গা থানার আমশড়া জোড়পুকুর বাজারে অবস্থিত সিপিএইচডি সলঙ্গা হেলথ কেয়ার হাসপাতালের যাত্রা শুরু হয়েছে। রবিবার বিকেলে যাত্রা শুরুর উদ্বোধন করেন,সিপিএইচডি সলঙ্গা হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস এর প্রকল্প পরিচালক জামিল মিজি।
সিপিএইচডি সলঙ্গা হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সিপিএইচডি সলঙ্গা হেলথ কেয়ার হাসপাতালের চেয়ারম্যান শাহ আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,হাসপাতালটির মানোন্নয়নসহ সুনাম ও দক্ষতার সাথে পরিচালনা করা হবে। এ অঞ্চলে হাসপাতাল নতুন রূপে তৃণমূলে পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও স্বল্পমূল্যে ভাল মানের সেবা দেয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত প্রযুক্তির ব্যবস্থাপনায় রোগীরা উন্নত স্বাস্থ্য সেবা পাবেন।