সলঙ্গায় শিশু ধর্ষণচেষ্টায় তাঁতশ্রমিক আটক

সিরাজগঞ্জের সলঙ্গায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আহমাদুল্লাহ (৩৪) নামে এক তাঁত শ্রমিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
সোমবার সলঙ্গা থানার হোড়গাঁতী কারিগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক আহমাদুল্লাহ ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নলকা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ইউনুস আলী জানান, নির্যাতিত শিশুটির ভাষ্যমতে সোমবার ১১টার দিকে দোকানে সদাই কিনতে যাওয়ার পথে তাঁতশ্রমিক আহমাদুল্লাহ তাকে ডেকে নিজের ঘরে নিয়ে যায়। এ সময় তাকে ধর্ষণের চেষ্টা করে। এ অবস্থায় শিশুটি চিৎকার শুরু করলে তাকে ছেড়ে দেন আহমাদুল্লাহ। পরে শিশুটি স্বজনদের বিষয়টি জানায় এবং স্বজনসহ এলাকাবাসী আহমাদুল্লাহকে আটক করে রাখে। বিকেল ৫টার দিকে পুলিশ এসে তাকে নিয়ে যায়।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কুদ্দুছ বলেন, হোড়গাঁতী এলাকায় ওই শিশুটির শ্লীলতাহানির অভিযোগে আহমাদুল্লাহ নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করা হয়। নির্যাতিত শিশুর পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান উপ-পরিদর্শক (এসআই) কুদ্দুস।