সলঙ্গায় সেতুর রেলিং ভেঙে ঝুলছে ট্রাক-ওসির সহযোগিতায় প্রাণে বাঁচলো চালক

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বরের পুর্বপাশে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিল।
দ্রুুত হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল কবির ঘটনাস্থলে পৌছে ট্রাক চালককে উদ্ধার করে। প্রাণে বেচে যায় চালক। এঘটনায় সেতুটির উপর দিয়ে যান চলাচল কিছু সময় বন্ধ থাকলেও পরে সেটা সচল হয়।
বুধবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ধোপাকান্দি ব্রীজে এ ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, ঢাকাগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধোপাকান্দি সেতুর রেলিং ভেঙে অর্ধেক ঝুলন্ত অবস্থায় ছিল। ট্রাক চালক আতাউর রহমান (২৯) উদ্ধার করা হয়। সেতুর রেলিং ভেঙ্গে নিচে পড়ে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতো। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ওই লেনটি কিছু সময় বন্ধ ছিল। তবে ওই সেতুর উত্তরে একটি বেইলি সেতু দিয়ে দুটি লেনের যানবাহন চলাচল করেছে।