সলঙ্গা শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সিরাজগঞ্জের সলঙ্গার অন্যতম বিদ্যাপীঠ সলঙ্গা শাহীন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণ করা হয়েছে।
সলঙ্গা শাহীন স্কুল শাখার আয়োজনে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১০টায় সলঙ্গা শাহীন স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন, সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।
সিরাজগঞ্জ শাহীন স্কুলের নির্বাহী শাখা পরিচালক আব্দুল করিম তালুকদারের সভাপতিত্বে উক্ত অনুুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ ও সমাজ সেবক আফজাল খন্দকার।
অনুষ্ঠান পরিচালনা করেন, সিরাজগঞ্জ শাহীন স্কুলের শাখা পরিচালক নুরুল হক।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন,সলঙ্গা শাহীন স্কুলের পরিচালক আব্দুস সামাদ ও রাকিব হোসেন।