সিংগাইর আ. লীগের সভাপতি মমতাজ ও সম্পাদক ভিপি শহিদ

মানিকগঞ্জের সিংগাইরে দীর্ঘ প্রতীক্ষার পর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আন্তর্জাতিক কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি সভাপতি ও আওয়ামী লীগের পরীক্ষিত সৈনিক, সাবেক ছাত্রলীগ নেতা শহিদুর রহমান ভিপি শহিদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মমতাজ বেগম এমপি সভাপতি হিসেবে একক প্রার্থী ছিলেন এবং সাধারণ সম্পাদক হিসেবে হাজী আব্দুল মাজেদ খান, ভিপি শহিদ, যুগ্ম সম্পাদক সায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল হক ও বায়রা ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু প্রার্থী ছিলেন।
শনিবার (৩০ জুলাই) সিংগাইর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মমতাজ বেগম এমপির সভাপতিত্বে সম্মেলন শেষে দ্বিতীয় পর্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতি প্রধান দুটি পদের নাম ঘোষণা করেন- জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. গোলাম মহিউদ্দিন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য লে. কর্নেল অব. ফারুক খান। এতে আরও বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, সদস্য শাহাবুদ্দিন ফরাজী, ইকবাল হোসেন অপু এমপি প্রমুখ।
এ সময় সাংসদ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুস সালাম, মানিকগঞ্জ পৌর মেয়র রমজান, মানিকগঞ্জ মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, সম্মেলনের কাউন্সিলর, ডেলিগেটসহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা এবং সিংগাইর উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।