শিরোনাম
সিত্রাংয়ে সহযোগিতায় দৌলতপুরে কন্ট্রোল রুম

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সোমবার ভোর থেকে কুষ্টিয়ার সকল উপজেলায় গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে,কোথাও-কোথাও ভারি বর্ষণের পাশাপাশি দমকা হাওয়ার খবর পাওয়া গেছে। আকাশ মেঘাচ্ছন্ন। জনজীবনে ব্যপক নেতিবাচক প্রভাব পড়েছে। কৃষি ও বাণিজ্যে নেমে এসেছে স্থবিরতা, উত্তাল পদ্মা। জেলার দৌলতপুর উপজেলায় এলাকাবাসীর জানমালের নিরাপত্তা ও এ সংক্রান্ত জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য স্থানীয় প্রশাসন খুলেছে জরুরী কন্ট্রোল রুম।
দৌলতপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বারের ০১৭৩০-৪৭৩৬২৮ এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নানের ০১৭৬৪-৯৭১৬০৮ নম্বরে এই দুর্যোগ সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
ইতোমধ্যে সিত্রাংয়ের আবির্ভাবে উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সংকেত চলমান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর