শিরোনাম
সিরাজগঞ্জের রায়গঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বারইভাগ নয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে নারীসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব -১২ সদস্যরা।
আটককৃতরা হলো, ওই গ্রামের আব্দুল মমিন খান (২৭) ও নাসরিন আক্তার (২৩)। র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ওই গ্রামে অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর