সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরী গণধর্ষণ মামলায় দুই যুবক গ্রেফতার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দরগারচর এলাকায় কিশোরী গণধর্ষণ মামলায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
তারা হলো, ওই উপজেলার দরগারচার গ্রামের সুরমত খাঁর ছেলে কিরণ খাঁ (২৪) ও শেরপুর জেলা সদরের পূর্ব সুলতানপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে বেকু চালক ফাইজুল ইসলাম (২২)।
শাহজাদপুর থানার নজরুল ইসলাম মৃধা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উক্ত দুই যুবক বেশ কিছুদিন ধরে ওই এলাকার বেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ করছিল।
শনিবার গভীর রাতে ওই এলাকায় লোডশেডিং চলছিল। এ সময় নদীর পাড় এলাকার কিশোরী গরমে অতিষ্ট হয়ে বাড়ির উঠানে দাড়িয়ে ছিল। এ সুযোগে ওই ২ যুবক তার মুখ চাপা দিয়ে নদীর পাড়ে নিয়ে গণধর্ষণ করে। বিশেষ কৌশলে সে ওইরাতে ঘটনাস্থল থেকে বাড়ি ফিরে এবং এ ঘটনা বাড়ির লোকজনকে জানায়।
এ ব্যাপারে ধর্ষিত কিশোরীর বাবা বাদী হয়ে রোববার রাতে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ওই ২ যুবককে গ্রেফতার করে। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।