সিরাজগঞ্জে অবৈধভাবে সার মজুদ, প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা

অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে সিরাজগঞ্জে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও অপর একটি প্রতিষ্ঠান সিলগালা করে দিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া বিভিন্ন অভিযোগে আরও চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার বাগবাটি ও রায়গঞ্জ উপজেলায় এসব অভিযান চালানো হয়।
এ সময় সদর উপজেলায় কৃষি সম্প্রসারণ অফিসার মো. সাব্বির আহমেদ সিফাতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মাহমুদ হাসান রনি জানান, বাগবাটি এলাকায় হাসান ইন্টারপ্রাইজ অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার সহযোগিতায় অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই এলাকায় আশরাফুল নামে এক সার ব্যবসায়ীও অবৈধভাবে সার মজুদ করছিলেন। অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান তিনি। পরে আশরাফুলের দোকানটি সিলগালা করা হয়।
এছাড়া সারের মূল্য তালিকা না থাকায় একই বাজারের সরকার ট্রেডার্সের মালিক ইদ্রিস আলী ১০ হাজার, মা ট্রেডার্সের মালিক মুরাদ হোসেনকে ১০ হাজার, গুদাম ঘরে সার রেখে মিথ্যা বলায় নজরুল স্টোরের মালিক সম্পদ আলিকে ১০ হাজার এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রি না করায় রায়গঞ্জের জান্নাতি ফার্মেসির মালিক জহুরুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।