শিরোনাম
সিরাজগঞ্জে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে কালের কন্ঠ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি হেলাল আহম্মেদের সভাপতিত্বে ও কালের কন্ঠের জেলা প্রতিনিধি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রায়হান করিব, অতিরিক্ত পুলিশ সুপার সামিউল ইসলাম, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস রবিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সিনিয়র সাংবাদিক ইসমাইল হোসেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হীরক গুণ ও কালের কন্ঠ শুভ সংঘের সাবেক সভাপতি ডাঃ নিত্যরঞ্জণ পাল প্রমূখ।
আলোচনা সভা শেষে উপস্থিত সকলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট্র, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও কালের কন্ঠ পাঠক ফোরাম শুভসংঘের সদস্যরা উপস্থিত ছিলেন
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর