শিরোনাম
সিরাজগঞ্জে গার্মেন্টস কর্মীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে জলাবদ্ধ জমি থেকে আলীম সরদার (৪৫) নামে এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের মরদেহের কাছে কীটনাশকের বোতল পাওয়ায় কীটনাশক পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেলতলী ইউনিয়নের ঘোড়শাল এলাকায় একটি জলাবদ্ধতা জমি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আলীম সরদার উপজেলার জালালপুর ইউনিয়নের মোঃ হক সরদারের ছেলে। নিহত আলীমের পরিবার ঘোরশাল গ্রামে মামা শাহজাহান আলীর বাড়ীতে বসবাস করতো।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার সকাল ৮টায় বাড়ী থেকে বের হন। এরপরে তিনি আর বাড়িতে ফিরে আসেনি।
দুপুরের দিকে ঘোড়শাল এলাকায় জলাবদ্ধ জমিতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহটির পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। নিহতের মরদেহটি ময়নাতদন্ত করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর