সিরাজগঞ্জে ছাদে কাপড় আনতে গিয়ে যুবকের মৃত্যু
বাসার ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আরাফাত ইসলাম সোহাগ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ধোপাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরাফাত ইসলাম সোহাগ ওই মহল্লার আব্দুল মালেকের ছেলে। তিনি একটি বেসরকারি সংস্থার মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে সিরাজগঞ্জ সদর থানা ২ নম্বর পুলিশ ফাঁড়ির উপরিদর্শক মুস্তাকিন আহমেদ জানান, সন্ধ্যার দিকে নিজের একতলা বাসার ছাদে লোহার সিঁড়ি (মই) বেয়ে শুকাতে দেওয়া কাপড় আনতে যান সোহাগ। কাপড় নিয়ে ওই সিঁড়ি দিয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, লোহার সিঁড়িটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে থাকায় তারটি লিক করে সিঁড়ি বিদ্যুতায়িত হয়। এ কারণে ওই সিঁড়ি দিয়ে নামার সময় মারা যান আরাফাত ইসলাম সোহাগ।