শিরোনাম
সলঙ্গায় ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক হাসেম নিহত

সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক-পিকআপের সংঘর্ষে ট্রাকচালক হাশেম (৩২) নিহত হয়েছেন। বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার ভুইয়াগাতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক হাশেম সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চৌধুরী ঘুঘাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের ভুইয়াগাতি বাজার এলাকায় একটি ট্রাক এবং পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয়। খবর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ট্রাক চালকের মরদেহ উদ্ধার করে থানায় আনার পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর