সিরাজগঞ্জে নারীর উপর হামলা ছাত্রলীগ নেতা ও তার বাবার বিরুদ্ধে থানায় অভিযোগ

সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর কারিগরপাড়ায় জরিনা বেগম (৪৫) নামে এক নারী ও তার স্বামী সন্তানের উপর হামলার ঘটনায় জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ডলার ও বাবা মো. ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন জরিনা বেগম। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, পৌর এলাকার মাছুমপুর কারিগরপাড়ার রেজাউলের স্ত্রী জরিনা বেগমের জমির গাছপালা খেয়ে নষ্ট করে ছাত্রলীগ নেতা ডলারের পালিত ছাগল। এব্যপারে জরিনা বেগম ছাগল বেঁধে লালন পালতে করতে বললে ডলার ও তার বাবা ক্ষিপ্ত হয়। এঘটনার জেরে সোমবার (২৫ জুলাই) বিকেলে ছাত্রলীগ নেতা ডলার ও তার বাবা লাঠি সোটা নিয়ে জরিনা বেগমের উপর হামলা চালায়।
এসময় জরিনা বেগমের স্বামী রেজাউল ও মেয়ে শাকিলা জান্নাত মুন্নি বাঁধা দিলে তাদের উপরও হামলা করা হয়। হামলায় জরিনা বেগম তার স্বামী ও মেয়ে আহত হয়। পরে তারা জরিনা বেগমকে প্রাণনাশের হুমকী দিয়ে চলে যায়। পরে
প্রতিবেশিরা জরিনা বেগম, তার স্বামী ও মেয়েকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ সদর থানায় অভিযোগ দাখিল করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, লিখিত
অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।