সিরাজগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশ উপলক্ষে সিরাজগঞ্জে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে লিফলেট বিতরণ শুরু করেছেন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলা পরিষদের সামনে থেকে হোসেনপুর ১১নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে পথচারী, দোকানদার, শ্রমিক মেহনতি মানুষসহ নারী-পুরুষদের মাঝে লিফলেট বিতরণ শুরু করে ১০নং ধানবান্ধি ওয়ার্ডে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবু, অমর কৃষ্ণ দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমুর রহমান শামীম, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান প্রমুখ।
লিফলেট বিতরণকালে সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, চাল-ডাল, জ্বালানী তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি-দুঃশাসন, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে বিএনপি নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সমাবেশ সফল করতে সিরাজগঞ্জের কৃষক শ্রমিক, ছাত্র-যুবকসহ সংগ্রামী জনগণকে অংশগ্রহণের আহ্বান জানান বিএনপির এই নেতা।