শিরোনাম
সিরাজগঞ্জে ভাষার মাসের সূচনায় বর্ণমালার মিছিল অনুষ্ঠিত

ভাষার মাস ফেব্রুয়ারি সূচনায় বনাঢ্য বর্ণমালা মিছিল বের করেছে সিরাজগঞ্জ জেলা প্রশাসন। বুধবার (০১ ফেব্রুয়ারী) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এ মিছিল বের করে।
মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির সোপান শহীদ মিনারে এশে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মীর মো.মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস ছামাদ তালুকদার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফিসহ জেলা প্রশাসনের কর্মকতা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর