সিরাজগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে পিতাকে গণপিটুনি

সিরাজগঞ্জে এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার পিতা মিন্টু সেখকে (৩৭) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। পুলিশের জিজ্ঞাসাবাদে ধর্ষণের অপরাধ স্বীকার করেছে সে। গণপিটুনিতে আহত মিন্টুকে প্রাথমিক চিকিৎসা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোমবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লায় এ গণপিটুনির ঘটনা ঘটে। পরে ৯৯৯-এ ফোন পেয়ে রাতেই পুলিশ তাকে আটক করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। ধর্ষণের শিকার শিশুটি বাদি হয়ে মামলা দায়ের করেছে।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমাযুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত একমাস যাবৎ মিন্টু সেখ তার মা-হারা শিশুকন্যাকে ধর্ষণ করে আসছিল। সোমবার সন্ধ্যায় ধর্ষণকালে এলাকাবাসি তাকে হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। এসময় ৯৯৯-এ ফোন পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাতেই শিশুটি বাদি হয়ে ধর্ষণ মামলা দায়ের করলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ও মিন্টু সেখকে আদালতে প্রেরণ করা হয়েছে।