শিরোনাম
সিরাজগঞ্জে হেরোইনসহ মাদক কারবারি আটক

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ভবেশ রায় (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। তার কাছে পাওয়া গেছে ৯৫ গ্রাম হেরোইন। র্যাব জানিয়েছে এর মূল্য ৪ লাখ টাকারও বেশি।
ভবেশ রায় রাজশাহী জেলার গোদাগাড়ি থানার পরমানন্দপুর গ্রামের মৃত ঝড় রায়ের ছেলে।
শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে র্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মেজর রিফাত-বিন-আসাদ জানান, গোপন সংবাদে সিরাজগঞ্জের সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ৯৫ গ্রাম হেরোইনসহ এই মাদক কারবারিকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে ভবেশ জানায়, তিনি দীর্ঘদিন জেলার বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর