শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

সিরাজগঞ্জে হেরোইন রাখায় হানিফ পরিবহনের সুপারভাইজারের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

সিরাজগঞ্জে ৯২৫ গ্রাম হেরোইন রাখার দায়ে মেহেদী হাসান সিকান্দার (৪৪) নামে হানিফ এন্টারপ্রাইজের সুপারভাইজারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল সোয়া ৩টার দিকে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. এরফান উল্লাহ আসামির ‍উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

একইসঙ্গে মেহেদী হাসান সিকান্দারকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও মামলার অপর আসামি রকিবুল ইসলাম বাবুকে বেকসুর খালাস দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসান সিকান্দার ফরিদপুর জেলার মধুখালী থানার বাঘাট গ্রামের মোত্তালেব হোসেন আবুর ছেলে।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওয়াচ করনী লকেট এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২১ ডিসেম্বর বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি অভিযান চালায় র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ঝিনাইদহ থেকে ঢাকাগামী হানিফ এক্সক্লসিভ পরিবহনে তল্লাশি চালিয়ে ৯২৫ গ্রাম হেরোইনসহ সুপারভাইজার মেহেদী হাসান সিকান্দারকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হানিফ পরিবহনের কুষ্টিয়া কাউন্টার রকিবুল ইসলাম বাবু এই হেরোইন ব্যবসায় জড়িত উল্লেখ করেন। পরে কুষ্টিয়া থেকে তাকেও গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি মফিজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মেহেদী হাসান সিকান্দারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় রকিবুল ইসলাম বাবুকে বেকসুর খালাস দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর