সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহকে কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের ফুলেল সংবর্ধনা

সিরাজগঞ্জের নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহকে ফুলের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে জেলা শিক্ষা অফিস কার্যালয়ে বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার এক মত বিনিময় সভায় তাকে এই সংবর্ধনা দেওয়া হয়। এ সময় নবাগত জেলা শিক্ষা কর্মকর্তা কাজী সলিম উল্লাহ ও বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশনের নেতৃবৃন্দের সাথে কারিগরি শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ও ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সদর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটের অধ্যক্ষ এম.এ মাসুদ মুক্তার পরিচালনায় আয়োজিত মত বিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ এশারত আলী, কারিগরি কলেজ শিক্ষক সমিতি কামারখন্দ উপজেলার সভাপতি অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম, কারিগরি কলেজ শিক্ষক সমিতি সিরাজগঞ্জ সদর উপজেলার সহ-সভাপতি মোঃ জিলহাজ উদ্দিন, কারিগরি কলেজ শিক্ষক সমিতি রায়গঞ্জ উপজেলার সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর আলম, কারিগরি কলেজ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলার সহ-সভাপতি মোঃ সেলিম আহমেদ, সিট সিরাজগঞ্জের ভাইস প্রিন্সিপাল মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ।
এ সময় প্রভাষক মো. নাজমুল হুদা, প্রভাষক মোঃ ফরিদুল ইসলাম, ইন্সট্রাক্টর আমিনা খাতুন, হাফিজুল ইসলাম, আছিয়া পারভীন, মুক্তি খাতুন, বিপ্লব হোসেনসহ বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতি ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #