শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

সৌদি আরবের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী ঢাকা

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দু’দেশের মধ্যে বিদ্যমান চমৎকার ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অটুট রাখতে ঢাকার আগ্রহ বাংলাদেশ এবং সৌদি আরবকে (কেএসএ) এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তিনি সহযোগিতার উদীয়মান ক্ষেত্র এবং উচ্চ-পর্যায়ের সফর বিনিময় ছাড়াও দুই দেশের মধ্যে নতুন এবং ক্রমবর্ধমান কর্মকান্ড নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন ।

গতকাল সন্ধ্যায় রাজধানীতে রয়্যাল সৌদি দূতাবাস কর্তৃক আয়োজিত সৌদি আরবের ৯৩তম জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেন। আলম তার বক্তৃতায় দ্বিপাক্ষিক এই সম্পর্ক যুগ যুগ ধরে বহমান রয়েছে উল্লেখ করে বলেন, বিভিন্ন দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক খাতে একটি গভীর বোঝাপড়া এবং ঘনিষ্ঠ সহযোগিতার উপর ভিত্তি করে এই বিশ্বস্থ অংশীদারিত্ব গড়ে উঠেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সৌদি ক্রাউন প্রিন্স ড. মধ্যে সাম্প্রতিক ফলপ্রসূ বৈঠকের কথাও স্মরণ করেন।

প্রতিমন্ত্রী ২.৮ মিলিয়ন শ্রমিক নেওয়ায় জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই শ্রমিকরা উভয় দেশের অর্থনীতিতে অবদান রাখছেন। তিনি বাংলাদেশের জনশক্তি বৃদ্ধিতে বিশেষ করে ওয়ার্কার্স রিক্রুটমেন্ট এন্ড স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম স্বাক্ষরে (এসভিপি) গতিশীল ভূমিকার জন্য রাষ্ট্রদূতের প্রশংসা করেন।

সৌদি আরব এই ফ্রেমওয়ার্ক চুক্তির মাধ্যমে দক্ষ বাংলাদেশী কর্মী নিয়োগ করবে এবং পাশাপাশি অদক্ষ শ্রমিক নিয়োগ অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রতিমন্ত্রী আঞ্চলিক স্থিতিশীলতা অর্জনে কূটনীতি ও সংলাপসহ ইয়েমেন সংকটের সমাধানে রাজনৈতিক উপায় খোঁজা এবং মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় দ্ব্যর্থহীন সমর্থন ব্যক্ত করার জন্য সৌদি আরবের অঙ্গীকারেরও প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর