স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণখেলাপি গ্রাহক মাহমুদ রাসেল কবির আটক
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে অবস্থিত স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণখেলাপির দায়ে মাহমুদ রাসেল কবির (সোহাগ) ৩৪ নামে এক গ্রাহককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে হাটিকুমরুল গোলচত্ত¡র এলাকা থেকে তাকে আটক করা হয়।
ব্যাংক সূত্রে জানা গেছে,সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ওয়াবদাবাধ এলাকার মঞ্জুর রহমানের ছেলে মাহমুদ রাসেল কবির (সোহাগ) ২০১৭ সালে স্ট্যান্ডার্ড হাটিকুমরুল শাখা থেকে ২০ লাখ টাকা ঋণ গ্রহন করে। ২০১৯ সালে ঋণটি পরিশোধ না করে আত্মগোপনে চলে যান তিনি।
ঋণটি নিয়মিত পরিশোধ না করায় ২০২০ সালে অর্থঋণ আদালতে মামলা দায়ের করা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ না করায় ২০২২ এ মামলার রায় হয়।
এরই পরিপ্রেক্ষিতে আসামি মাহমুদ রাসেল কবির (সোহাগ) এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংক হাটিকুমরুল শাখার ম্যানেজার এসএম সাইদুর রহমান বলেন, ঋণ পরিশোধ করতে বার বার তাগিদ দিলেও এব্যাপারে তিনি কোন গুরুত্ব দেননি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান,অর্থঋণ আদালতের মামলায় সাজাপ্রাপ্ত আসামী মাহমুদ রাসেল কবির (সোহাগ) কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।