হবিগঞ্জে মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা পেলেন শায়েস্তাগঞ্জ থানার দিলীপ কান্ত নাথ

অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে ২০২৫ সালের এপ্রিল মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা রক্ষা, দ্রুত অপরাধী গ্রেফতার, অপরাধ দমন, জনসেবামূলক কার্যক্রম এবং থানার সার্বিক ব্যবস্থাপনায় দক্ষ ও পেশাদার নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
জেলা পুলিশের অভ্যন্তরীণ মূল্যায়নে তিনি অন্যান্য থানার অফিসারদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি দিলীপ কান্ত নাথ নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শায়েস্তাগঞ্জ থানার কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার কার্যকর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান, অপরাধ দমন, বিট ও কমিউনিটি পুলিশিং এবং দ্রুত নাগরিক সেবা প্রদানে থানাটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
এই সম্মাননা প্রাপ্তি উপলক্ষে ওসি দিলীপ কান্ত নাথ জেলা পুলিশ প্রশাসনসহ থানার সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এ অর্জনে সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে প্রশংসার জোয়ার বইছে।
অনুষ্ঠানে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ সোহেল রানা, ট্রাফিক বিভাগসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।