হাটিকুমরুল হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন উদ্বোধন
উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের উল্লাপাড়ার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকেলে হাটিকুমরুল হাইওয়ে থানা চত্ত্বরে অ্যাপস ইনষ্টলেশন ও পুলিশিং সভা করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম বদরুল কবীরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা।
হাটিকুমরুল হাইওয়ে থানার টিআই মনিরুল ইসলামের পরিচালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মিজানুর রহমান বিএসসি,হাইওয়ে পুলিশের প্রধান কার্যালয়ে প্রতিনিধি এএসআই এমদাদুল হক,
ইউপি সদস্য মোক্তার হোসেন, সাবেক সদস্য মোহাব্বত হোসেন শামীম,হাটিকুমরুল পিকআপ ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমীন প্রমূখ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল কবীর ,হ্যালো এইচপি অ্যাপস ইনষ্টলেশনের মাধ্যমে মহাসড়কে ঘটে যাওয়া যেকোনো বিষয়,গুরুত্মপুর্ন তথ্যের লাইভ আপডেট যেমন রাস্তা বন্ধ,যানজট, বিকল্প রাস্তা, ভাড়ার তালিকা, ব্রিজ টোলের হারসহ গুরুত্মপুর্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।