হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে পালিত

সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে থানা ভবন থেকে একটি র্যালী হাটিকুমরুল গোলচত্ত্বরের বিভিন্ন মহাসড়ক প্রদিক্ষন করে।
র্যালী শেষে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএএম বদরুল কবিরের সভাপতিত্বে থানা চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বগুড়া রিজিয়নের হাইওয়ে অতিরিক্ত পুলিশ সুপার ও চলতি দায়িত্ব পুলিশ সুপার আবু হায়দার মো: ফয়জুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,সিরাজগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী জাকির হোসেন,পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুল আলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,আমরা নিজেরা ভালো হলে সমাজটা ভালো হবে। সকল পুলিশই জনগণ ও দেশের কল্যাণে সর্বত্র কাজ করে যাচ্ছে। সকলে সবসময় চেষ্টা করব যার যার অবস্থান থেকে ভালো কাজ করার। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ও সকল ধরনের দুর্ঘটনা রোধে পুলিশকে সহায়তা প্রদান করার চেষ্টা করব।