বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
১২০ টাকায় পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ পাওয়া সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন মাদারীপুরের পুলিশ সুপার রাজৈরে গত একমাস আগে দুই গ্রামের সংঘর্ষে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের মাঝে আজ ক্ষতিপূরণ প্রদান করেন। গোমস্তাপুরের রহনপুরে আল্লাহর দান মৎস্য আড়ৎ এর শুভ উদ্বোধন মুরাদনগরে প্রশাসনের অনুমতি না থাকায় উদ্বোধনের আগেই বন্ধ হয়ে গেল শিশু-কিশোর আনন্দমেলা সাম্য হত্যার প্রতিবাদে ইসলাম পুর ছাত্রদলের বিক্ষোভ শেরপুরে রাস্তা বন্ধ করে জনগণকে জিম্মি করে রেখেছেন ঠিকাদার মান্নান! প্রশাসনের নীরবতায় উত্তপ্ত জনমত। পরশুরামে বন্যায় ক্ষতিগ্রস্থ দিদারকে ঘর তৈরিতে উপজেলা প্রশাসনের সহায়তা সরকারি বাঙলা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের বোটানি ক্লাব কর্তৃক অন্ত:বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ আয়োজিত। “জন-স্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে দেশের অগ্রগতির মূল কাজ”।- মাহমুদুল হাসান (ইউ এন ও) দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, ঢাকায় ৩৯.৯ ডিগ্রি

১২০ টাকায় পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ পাওয়া সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন মাদারীপুরের পুলিশ সুপার

মোঃ ফায়েজুল শরীফ মাদারীপুর জেলা প্রতিনিধি
প্রকাশিত হয়েছে : বুধবার, ১৪ মে, ২০২৫
১২০ টাকায় পুলিশ কনষ্টেবল পদে নিয়োগ পাওয়া সদস্যদের ফুলের শুভেচ্ছা জানালেন মাদারীপুরের পুলিশ সুপার

মাদারীপুরে ট্রেইনি রিক্রুট কনষ্টেবল নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারী-২০২৫ এর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ১৪ ই এপ্রিল বুধবার সন্ধ্যায় মাদারীপুর পুলিন লাইন্স সম্মেলন হলে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করে নিয়োগ পাওয়া নতুন ১৬ জন কনষ্টেবলকে ফুল দিয়ে বরণ করে নেন মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাছান। তিনি এসময় নিয়োগ পাওয়া নতুন সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছভাবে যাচাই-বাছাই সাপেক্ষে আপনাদের মনোনীত করার প্রক্রিয়াটি সম্পন্ন করেছি এবং এজন্য অনলাইনে আবেদন বাবদ আপনাদের মাত্র ১২০ টাকা খরচ হয়েছে। আপনাদের অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধা ও পুলিশ ডিপার্টমেন্টের সকল নিয়ম-কানুন মেনে সম্মান অক্ষুণ্ণ রেখে দেশ মাতৃকার জন্য পেশাদারিত্ব নিয়ে জনগনের সেবক ও বন্ধু হয়ে কাজ করতে হবে। সেজন্য যে কোনো আত্মত্যাগে আপনারা সদা প্রস্তুত থাকবেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগন্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অবস্) মুহাম্মদ সরোয়ার হোসেন, মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সহ টিভি ও প্রিন্টিং মিডিয়ার সাংবাদিকবৃন্দ প্রমুখ। সদ্য নিয়োগ পাওয়া কনষ্টেবল সদস্য মাদারীপুরের মানজারুল ইসলাম এক সাক্ষাৎকারে বলেন, তার পিতা একজন রিকশা চালক ও মাতা গৃহিনী। তারা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া শিখিয়ে বড় করে তুলেছেন, আজ আমি বিনা পয়সায় শুধুমাত্র কাগজপত্র বাবদ মাত্র ১২০ টাকা খরচ করে পুলিশে চাকুরী পেয়েছি যা আমার কাছে অত্যন্ত আনন্দের। তিনি মাদারীপুরে পুলিশ সুপার সহ পুলিশ ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিশেষে পুলিশ সুপার নাঈমুল হাছান সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর