২ সপ্তাহের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: পররাষ্ট্রমন্ত্রী

আগামী দুই সপ্তাহের মধ্যেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, দেশটিতে যাদের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে, তাদের মেয়াদ বাড়ানো হবে।
শুক্রবার (২২ জুলাই) রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।
‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক জ্বালানি সংকটে আমাদের নাগরিক দায়িত্ব’ শীর্ষক ওই সভার আয়োজন করে ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’।
দেশটির প্রায় পাঁচ লাখ কর্মী দরকার জানিয়ে মন্ত্রী বলেন, আমি বলেছি, কর্মী পাঠানোর জন্য আমরা প্রস্তুত আছি। আশা করি, আগামী দুই সপ্তাহের মধ্যেই বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়ায় যাওয়া শুরু করবে।
পররাষ্ট্রমন্ত্রী জানান, মালয়েশিয়ায় যেসব বাংলাদেশির ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে, তাদের পারমিটের মেয়াদ বাড়াতে সেখানকার প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি এতে সম্মত হয়েছেন।
ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমি আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। গ্রিসে ১৮ থেকে ২০ হাজার অবৈধ বাংলাদেশি আছেন। তাদের বৈধতা দেবে দেশটির সরকার।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সংগঠনটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন