৩ বছরের সাজা এড়াতে ১৭ বছর পলাতক

তিন বছরের সাজা এড়াতে ১৭ বছর ধরে পালিয়ে থাকা আবুল কাশেম (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মো. আবুল কাশেমকে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব সলিয়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পরশুরাম মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, ২০০১ সালে নোয়াখালীর বেগমগঞ্জ থানার পুলিশের হাতে ফেনসিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন মো. আবুল কাশেম। সে সময় পুলিশ বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে মামলা করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে নোয়াখালী আদালত থেকে জামিনে ছাড়া পেয়ে পালিয়ে যান। ২০০৫ সালে তার অনুপস্থিতিতে আদালত তাকে তিন বছরের কারাদণ্ড দেন। আদালতে রায়ের পর তিনি স্ত্রী, সন্তান নিয়ে চট্টগ্রামে আত্মগোপন করেন। সেখানে তিনি রিকশা চালাতেন।
গত শুক্রবার রাতে তিনি স্ত্রী-সন্তান নিয়ে পরশুরামের পূর্ব সলিয়া গ্রামের বাড়িতে পৌঁছালে অভিযান চালায় পরশুরাম থানার পুলিশ। রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।