শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
অপেক্ষা বাড়ল বাংলাদেশের; বিশ্বকাপ নিশ্চিত পাকিস্তানের মাগুরা মেডিকেল কলেজ বন্ধের গুজব উড়িয়ে দিলেন শফিকুল আলম শাহজাদপুরে সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে তিন ব্যবসায়ীকে হত্যার চেষ্টা ও জমি দখলের পায়তারা। নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া গ্যাস গান উদ্ধার যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক  বিডিআর হত্যাকাণ্ডবিষয়ক তথ্য চেয়ে জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের গণবিজ্ঞপ্তি পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ চার বিদেশি প্রতিনিধির সাক্ষাৎ  প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন চার নারী ক্রীড়াবিদ ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে অটো ও ইজিবাইক চলাচলে টোল ফ্রি সুবিধা জুলাই-মার্চ মাসে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ১০.৮৪ শতাংশ

৫ সিটির মেয়র ও কাউন্সিলরদের শপথ আজ

শাহ আলী জয়
প্রকাশিত হয়েছে : সোমবার, ৩ জুলাই, ২০২৩

খুলনা, বরিশাল, গাজীপুর, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় খুলনা, বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠান হবে। এরপরও দুপুর ১২টায় অনুষ্ঠান হবে রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা আছেন হোটেল সোনারগাঁওয়ে।

শপথ অনুষ্ঠান আজ সোমবার হলেও সিলেট সিটির মেয়র ও ৫৫ জন কাউন্সিলর হোটেল সোনারগাঁওয়ে উঠেছেন গত শনিবার। পাঁচ তারকা হোটেলের থাকা খাওয়ার খরচ কাউন্সিলররা বহন করছেন না। তবে কে দেবে এই খরচ সে বিষয়ে স্বীকার করেননি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এদিকে খুলনার কাউন্সিলররা আছেন হোটেল একাত্তরে এবং রাজশাহীর মেয়র-কাউন্সিলররা আছেন হোটেল ভিক্টোরিয়ায়।

এ খরচও কাউন্সিলররা দিচ্ছেন না। কে এই খরচ দেবে সে বিষয়ে কেউ কথাও বলছেন না। বরিশাল ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়র-কাউন্সিলররা নিজেদের ব্যবস্থাপনায় আছেন। জানা যায়, এসব হোটেলে কাজ শেষে বের হওয়ার আগে সম্পন্ন খরচ দিতে হয়। তাই এখনো পুরো খরচ দেওয়া হয়নি। আজ হোটেলের খরচ চূড়ান্ত করবে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর বিক্রম কর সম্রাট কালের কণ্ঠকে বলেন, সিলেট সিটির মেয়র ও কাউন্সিলররা শনিবার থেকে হোটেল সোনারগাঁওয়ে থাকছেন। হোটেল খরচ কাউন্সিলরদের দিতে হবে না। তবে খরচ সিটি করপোরেশন থেকে দেওয়া হবে কি না সে বিষয়ে আমি জানি না।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক বলেন, দেখা যাক কোথা থেকে দেওয়া যায়। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

খুলনা সিটি করপোরেশনের ২৪নং ওয়ার্ডের কাউন্সিলর ডন বলেন, আমাদের খরচ সিটি করপোরেশনের মেয়র ব্যক্তিগতভাবে দেবেন। কাউন্সিলরদের দিতে হবে না।

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, হোটেলের খরচ কাউন্সিলররা ব্যক্তিগতভাবে দেবেন।

রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম শরীফ উদ্দিন বলেন, আমি আগের শপথ অনুষ্ঠানে ছিলাম না। তবে আগে যেভাবে খরচ দেওয়া হয়েছে এবারও সেভাবে দেওয়া হবে।

গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথ অনুষ্ঠানের মহড়া হয়েছে। এসময় নির্বাচিত মেয়র-কাউন্সিলররাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথের সময় কে কোথায় বসবেন মহড়া অনুষ্ঠানে সে বিষয়ে জানানো হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রদের শপথ পাঠ করাবেন। স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর