৯৬ লিটার বাংলা মদসহ ৭জন গ্রেফতার

২২ ইং মে(বৃহস্পতিবার ) রাত ১০: টার দিকে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিল এলাকায় সেনাবাহিনী ও পুলিশের মাদক বিরোধী যৌথ অভিযান চালিয়ে ৯৬ লিটার বাংলা মদসহ ৭ জন কে গ্রেফতার করেন।
উপজেলার কাঠার বিল এলাকায় মনির লাল চৌকিদারের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন ওসি নাজমুল হাসান, যাদের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছেন।
আটকদের মধ্যে রয়েছেন সুরুজ মিয়া (৩৫), ভানু রবি দাস (২৮), দীপ চান (৩১), সাদা মিয়া (৩৫), রুকুমনি (২২), শিখা দাস (৩০), ফেলানি দাস (৫৫), ।
তাঁদের সকলের বাড়ি দেওয়ানগঞ্জ থানাধীন কাঠার বিল ও আশপাশের এলাকায়।
উদ্ধার হওয়া মাদকদ্রব্যগুলো পরিশোধিত বাংলা মদ ১১ লিটার, অপরিশোধিত মদ ৮৫ লিটার , চিটাগুড়: ১০ কেজি , ১০ লিটারের সাদা জারিকেন, ৭৫ লিটার ধারণক্ষম ব্যারেল, সিলভার পাতিল ও বোতলসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
রাত ১২টার দিকে আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। দেওয়ানগঞ্জ মডেল থানার এসআই মো. আব্দুস সামাদ তাদের দায়িত্ব গ্রহণ করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ নাজমুল হাসান বলেন , অনেকদিন ধরে মাদক কারবার করে আসছে এরকম তথ্য ছিল তারই প্রেক্ষিতে মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদক কারবারীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।