শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা আগামীকালের ‘মার্চ ফর গাজা’য় অংশ নিতে হেফাজতের আহ্বান ট্রেন থামিয়ে ট্রেন থেকে তেল চুরি, চালকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা ফুলবাড়িয়া ইজারাপাড়া হাফেজিয়া মাদরাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান মাদারীপুরে প্রবীণ শিক্ষক সাদা মনের মানুষ আঃ বারেক আকন মাষ্টার চিরনিদ্রায় শায়িত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আখাউড়ায়সাংবাদিকদের মানববন্ধন ঈশ্বরগঞ্জে রেকর্ড পরিমাণ পৌর কর আদায় আশুগঞ্জে সাংবাদিকের উপরহামলা, মামলা দায়ের আন্দোলনে বিজয়ের দিন শহীদ হন হতভাগা হাসিবুর আত্রাইয়ে কৃষকদের বিনামূল্যে প্রনোদনার সার-বীজ বিতরণ

হাসিনা পরিবারের নামে থাকা ১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন

অনলাইন ডেস্ক
প্রকাশিত হয়েছে : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
হাসিনা পরিবারের নামে থাকা ১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন
হাসিনা পরিবারের নামে থাকা ১২ মহাসড়ক ও সেতুর নাম পরিবর্তন। সংগৃহীত ছবি

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ দেশের ১২টি মহাসড়ক এবং সেতুর নাম পরিবর্তন করেছে, যেগুলোর বেশিরভাগই শেখ হাসিনা পরিবারের নামে ছিল। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা-মাওয়া মহাসড়ক এবং মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত জাতীয় মহাসড়কের নাম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে’ পরিবর্তন করে ‘ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’ রাখা হয়েছে। একইভাবে, সিলেট জেলার বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন থেকে লালবাগ, সালুটিকর, কোম্পানীগঞ্জ, ভোলাগঞ্জ পর্যন্ত জাতীয় মহাসড়কের নামও পরিবর্তন করে সাধারণ নাম রাখা হয়েছে।’

মাদারীপুর সড়ক বিভাগের আওতাধীন মাদারীপুর (মোস্তফাপুর)-ভায়া কাজিরটেক ব্রীজ হয়ে শরীয়তপুর পর্যন্ত ২২২.৭৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের নাম ‘শেখ হাসিনা মহাসড়ক’ পরিবর্তন করে ‘কাজিরটেক ব্রীজ-শরীয়তপুর মহাসড়ক’ রাখা হয়েছে।’

এছাড়া, চট্টগ্রাম সড়ক বিভাগের বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়কটির নামও ‘শেখ হাসিনা সরণি’ পরিবর্তন করে ‘বড়তাকিয়া (আবুতোরাব)-মিরসরাই অর্থনৈতিক অঞ্চল সংযোগ সড়ক’ রাখা হয়েছে।

নদী ওপর নির্মিত সেতুগুলোর নামও পরিবর্তন করা হয়েছে। পীরগঞ্জ উপজেলার কাঁচদহঘাটে করতোয়া নদীর উপর নির্মিত ২৭৮৮৮ মিটার পিসি গার্ডার সেতুর নাম ‘ওয়াজেদ মিয়া সেতু’ পরিবর্তন করে ‘কাঁচদহ সেতু’ রাখা হয়েছে। এছাড়া, পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের সোনাতলা নদীর উপর নির্মিত সেতুর নাম ‘শেখ জামাল সেতু’ থেকে পরিবর্তন করে ‘সোনাতলা সেতু’ রাখা হয়েছে।’

এর মধ্যে অন্যান্য পরিবর্তনগুলোও রয়েছে, যেমন পিরোজপুর জেলার ইন্দুরকানি সেতুর নাম ‘শহীদ শেখ ফজলুল হক মনি সেতু’ থেকে ‘ইন্দুরকানি সেতু’ এবং নারায়ণগঞ্জের ২য় শীতলক্ষ্যা সেতুর নাম ‘সুলতানা কামাল সেতু’ থেকে ‘ডেমরা সেতু’ করা হয়েছে।

এছাড়া, বরিশাল জেলায় অবস্থিত দপদপিয়া সেতুর নাম ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু’ থেকে ‘দপদপিয়া সেতু’ রাখা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর