আখাউড়ায় ১৫০০ পিছ ইয়াবা সহ পুলিশের জালে ধরা পড়লো পপি বেগম

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানকালে এস.আই মোঃ জহিরুল হক সঙ্গীয় অফিসার এ.এস.আই মোঃ ইকবাল হোসাইন, নারী এ.এস.আই সিমা আক্তার ও সঙ্গীয় ফোর্স সহ আখাউড়া থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করা কালীন ইং-২০/০৩/২০২৫ তারিখ সকাল ০৮.২৫ ঘটিকার সময় কালীনগর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মহিলা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে আদমপুর তিন রাস্তার মোড়ে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ইং-২০/০৩/২০২৫ তারিখ, সকাল ০৮.৫৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ৩নং মোগড়া ইউপিস্থ, আদমপুর কর্নেলবাজার টু ধাতুরপহেলা গামী তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপর হইতে আসামীর বডিতে লুকিয়ে রেখে মাদকদ্রব্য ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ পপি বেগম(৩০), পিতা-রমিজ উদ্দিন, স্বামী-ইব্রাহিম মিয়া, স্থায়ী সাং-শিবনগর(পূর্বপাড়া), ইউপি-মনিয়ন্দ, বর্তমানে সাং-দেবগ্রাম(দক্ষিন পূর্বপাড়া), আখাউড়া পৌরসভা, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করে আদালতে পেরন করা হয়েছে।