সরাইলে পাটজাত মোড়ক ব্যবহার না
করায় চার চালের মিলকে জরিমানা
শিরোনাম
সরাইলে পাটজাত মোড়ক ব্যবহার নাকরায় চার চালের মিলকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাটজাত মোড়ক ব্যবহার না করায় চার চালের মিলকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার বিশ্বরোড এলাকায় বিভিন্ন চালের মিলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন সরাইল সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছান। চালের মিলগুলোকে মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরাইল সহকারি কমিশনার (ভূমি) সিরাজুম মুনীরা কায়ছান জানান, সরাইল উপজেলায় অনেক চালের মিল রয়েছে। এই সব মিলে চালের বস্তায় পাটজাত মোড়ক ব্যবহার করে না। এমন গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বিশ্বরোড এলাকায় চারটি চালের মিলে অভিযান পরিচালনা করে তার সত্যতা পাওয়া যায়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এ ধরনের আরও খবর দেখুন
এক ক্লিকে বিভাগের খবর