কসবায় ৫০০ টাকার জন্য মামাতোভাইকে খুন করা বাবু চট্টগ্রামে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৫০০ টাকার জন্য মামাতো ভাইকে খুন করার ঘটনায় বাবু মিয়া (৩৫) নামে একজনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে চট্টগ্রামের খুলশী থানার টাইগারপাস আমবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তাকে কসবা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার হওয়া বাবু মিয়া কসবা উপজেলার খেওড়া গ্রামের মজনু মিয়ার ছেলে।
দুপুরে র্যাব-৯- এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
একাধিক সূত্রে জানা গেছে, ৫০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ১৪ জানুয়ারি সন্ধ্যা ৭টার দিকে লোকজন নিয়ে বাড়িতে গিয়ে খেওড়া গ্রামের মিন্টু মিয়ার ছেলে ইসরাফিলকে মারধর করে বাবু মিয়া। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইসরাফিলকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইসরাফিলের ভাই ইসমাইল বাদী হয়ে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে প্রধান আসামী বাবুসহ আসামী অন্যান্যরা পালিয়ে বেড়াচ্ছিলো। ইসরাফিল ও বাবু সম্পর্কে মামাতো ফুফাতো ভাই।